চন্দ্রকোণায় এসআইআর নিয়ে উত্তাল গ্রাম, বিএলও-র কাছে কৈফিয়ত চাইছেন ভোটাররা
পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি (হি.স.) : এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভে ফুঁসছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের কৃষ্ণপুর ২৯ নম্বর বুথ এলাকা। গ্রামের মানুষজনের অভিযোগ, অযৌক্তিক কারণে
বিক্ষোভ


পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি (হি.স.) : এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভে ফুঁসছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের কৃষ্ণপুর ২৯ নম্বর বুথ এলাকা। গ্রামের মানুষজনের অভিযোগ, অযৌক্তিক কারণে একের পর এক শুনানির নোটিশ পাঠানো হচ্ছে এবং সেই নিয়ে বিএলও-র কাছে কৈফিয়ত চাইছেন ভোটাররা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথের মোট ৮২০ জন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ২৫৭ জনের কাছে শুনানির নোটিশ পৌঁছেছে। আরও নোটিশ আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অনেক ভোটারের অভিযোগ, নামের বানান বা বাবার নামের সামান্য ভুল থাকার কারণেই শুনানির নোটিশ পাঠানো হয়েছে। কেউ কেউ বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে তথ্য যাচাইয়ের ফলেই এই ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেন জানান, তিনি কর্মসূত্রে কাতারে ছিলেন। শুনানির নোটিশ পেয়ে বিশেষভাবে কাতার থেকে ফিরে আসতে হয়েছে তাঁকে। আবার কারও কারও অভিযোগ, নির্বাচন কমিশনের তথ্য যাচাইয়ে বাবার সন্তানের সংখ্যা বেড়ে গিয়েছে বলে দেখানো হচ্ছে। এক ভোটারের কটাক্ষ, “আমার যদি এত ভাই থাকে, তা হলে তারা গেল কোথায়?” এসআইআর প্রক্রিয়াকে ঘিরে এই পরিস্থিতিতে গোটা গ্রামেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ভোটারদের দাবি, অবিলম্বে এই হয়রানি বন্ধ করে স্বচ্ছ ও মানবিক পদ্ধতিতে সংশোধনের কাজ করা হোক।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande