
কাঠুয়া, ২০ জানুয়ারি (হি.স.): ১৫০তম বার্ষিকী উপলক্ষে জাতীয় গান ‘বন্দে মাতরম’ উদযাপনের দ্বিতীয় দিনে কঠুয়া জেলা প্রশাসন মঙ্গলবার কঠুয়া স্পোর্টস স্টেডিয়ামে একটি অনুষ্ঠান আয়োজন করেছে। পুরো স্টেডিয়াম দেশপ্রেমের সুরে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শত শত ছাত্র-ছাত্রী, পুলিশ এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা অংশ নেন। গান শুরু হতেই দেশপ্রেমের উদ্দীপনা ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা জাতীয় একতা, অখণ্ডতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য স্লোগানও দেন।
উপায়ুক্তি রাজেশ শর্মা শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান যুব সমাজে দেশপ্রেম ও সামাজিক ঐক্য জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে অতিরিক্ত উপায়ুক্ত, এ.সি.আর., ডি.আই.ও., সি.ই.ও., বিডিও, ডি.ওয়াই.এস.এস.ও. এবং কঠুয়া এম.সি.-এর সিইও সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য