
কলকাতা, ২০ জানুয়ারি (হি. স. ) : পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি-র ৭ মোর্চার নেতৃত্বের নাম ঘোষণা করা হল। মঙ্গলবার সকালে দলের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে নামতালিকা ঘোষণা করা হয়েছে।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সই করা তালিকায় দেখা যাচ্ছে, যুব মোর্চার দায়িত্বে সৌমিত্র খান, মহিলা মোর্চার দায়িত্বে লকেট চট্টোপাধ্যায়, কিষাণ মঞ্চর দায়িত্বে বাপী গোস্বামী, ওবিসি মোর্চার দায়িত্বে অজিত দাস, তফশিলি জাতি মোর্চার দায়িত্বে জ্যোতির্ময় সিং, তফশিলি উপজাতি মোর্চার দায়িত্বে ক্ষুদিরাম টুডু এবং সংখ্যালঘু মোর্চার দায়িত্বে অমিতাভ রায়।
এই সঙ্গে রাজ্য সভাপতি রথীন্দ্র বোস-কে দলের শিলিগুড়ি বিভাগের কনভেনর নিযুক্ত করলেন। সকলকে রাজ্য বিজেপি-র তরফে ‘জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন’ জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত