
গঙ্গাসাগর, ২০ জানুয়ারি (হি.স.): মেলার শুরুতে আগুন লেগেছিল, আর এবার মেলার শেষেও অগ্নিকাণ্ড গঙ্গাসাগরে। মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগরের ৩ নম্বর স্নানঘাট এলাকার একটি অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিন দুপুরে আচমকা আগুন লেগে যায় মেলার অস্থায়ী ছাউনিতে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। যার জেরে একাধিক অস্থায়ী ছাউনি ও খাবারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে স্বস্তির বিষয়, কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। এর পরে দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ