
কলকাতা, ২০ জানুয়ারি, (হি স): পশ্চিমবঙ্গের একটি পোর্টাল গভর্নেন্স নাউ ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট এবং ‘ডিজিটাল পরিকাঠামো ও পাবলিক পরিকাঠামো উন্নয়ন (DPI)’ বিভাগে পুরস্কৃত হয়েছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সবার্তায় এ কথা জানিয়ে লেখেন, “জানাতে পেরে আনন্দিত যে, পশ্চিমবঙ্গ সরকারের সিঙ্গেল উইন্ডো ড্রাইভার অথরাইজেশন জেনারেশন পোর্টাল 'অনুমোদন' (anumodan.wb.gov.in) এবং তথ্যপ্রযুক্তি ও প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে WEBEL দ্বারা তৈরি এই পোর্টাল।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত