
মুর্শিদাবাদ, ২০ জানুয়ারি (হি.স.): লালবাগে বিজেপির জেলা সভাপতির গাড়ি ভাঙচুর কাণ্ডে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তিন জনকে গ্রেফতার করলো। সোমবার লালবাগ মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকায় বিজেপির জেলা সভাপতি সৌমেন মণ্ডলের গাড়ি ভাঙচুর ও আইনশৃঙ্খলা ভঙ্গের কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে বলে মুর্শিদাবাদ থানার পুলিশ জানায়। ধৃতদের নাম তারিফ শেখ, রোহন শেখ এবং মুস্তাফা কালাম। সোমবার রাতেই তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের জেল হেফাজতে চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার আগে ‘ফর্ম-৭’ (নাম বাদ দেওয়ার আবেদন) জমা দেওয়ার শেষ দিনে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের লালবাগ মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকা। অভিযোগ, বিজেপি কর্মীরা যখন মহকুমা শাসকের দফতরে ফর্ম জমা দিতে যান, তখন তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। বিজেপির জেলা সভাপতি সৌমেন মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ| এও অভিযোগ উঠেছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মহকুমা শাসকের দফতরে আসবাবপত্র ও সম্পত্তি ভাঙচুর করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ