
শিমলা, ২০ জানুয়ারি (হি.স.) : দীর্ঘদিন শুষ্ক থাকার পর এবার আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত হিমাচল প্রদেশে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ ও ২৩ জানুয়ারি রাজ্যের একাধিক এলাকায় ভারী তুষারপাত, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২২ জানুয়ারি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে এবং ২৩ জানুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা আরও সক্রিয় হয়ে ভারী তুষারপাত ও বৃষ্টির কারণ হতে পারে। ২২ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক ছন্দে থাকবে না বলেই জানানো হয়েছে।
রাজ্যের উচ্চ পার্বত্য এলাকায় ভারী তুষারপাত এবং মধ্যভাগ ও নিচু এলাকায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ ও পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করা ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ভূমিধস, রাস্তা বন্ধ হওয়া ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
উল্লেখ্য, এই আবহাওয়া বদল যদিও কৃষকদের জন্য স্বস্তির খবর। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গম চাষ ক্ষতির মুখে পড়েছিল।
প্রসঙ্গত, চলতি মরশুমে প্রথমবারের মতো শিমলা ও মানালিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য