ভাঙড়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা হামলা, এলাকায় ব্যাপক উত্তেজনা
ভাঙড়, ২০ জানুয়ারি ( হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই হামলায় তৃণমূল কর্মী কামাল পুরকাইত কোনও ক্রমে প্রাণে বাঁচলেও বোমার আঘাতে তাঁর বাম হাত আং
ভাঙড়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা হামলা, এলাকায় ব্যাপক উত্তেজনা


ভাঙড়, ২০ জানুয়ারি ( হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এই হামলায় তৃণমূল কর্মী কামাল পুরকাইত কোনও ক্রমে প্রাণে বাঁচলেও বোমার আঘাতে তাঁর বাম হাত আংশিকভাবে পুড়ে গেছে। তৃণমূলের পক্ষ থেকে এই হামলার জন্য সরাসরি আইএসএফ -কে দায়ী করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ভাঙড়ের পাগলাহাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল পুরকাইত নিজের কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পর পর দুটি বোমা ছোঁড়ে। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান, তবে একটি বোমার ঝলসানি তাঁর হাতে লাগে।

বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহত তৃণমূল কর্মীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়েই ভাঙড় ডিভিশনের উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইতিমত্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ভাঙড় এলাকায় তৃণমূল ও আইএসএফ-এর মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছে এবং তারই জেরে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, আইএসএফ নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের দাবি, এলাকায় অশান্তি ছড়ানোর জন্য এটি একটি সাজানো ঘটনা এবং এর পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই হাত রয়েছে।

বর্তমানে এলাকায় শান্তি বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande