এসআইআর শুনানিতে ‘হেনস্তার’ প্রতিবাদে সন্দেশখালিতে ব্লক অফিসে ভাঙচুর
উত্তর ২৪ পরগনা, ২০ জানুয়ারি (হি.স.): এসআইআর-এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে ব্লক অফিসে ভাঙচুর চালাল জনতা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ব্লক অফিসে। এ দিন সকালে হাটগাছি পঞ্চায়েতের ৫৩, ৫৭ নম্বর বুথের মানুষজন শুনানিতে এসেছিলেন।
এসআইআর শুনানিতে ‘হেনস্তার’ প্রতিবাদে সন্দেশখালিতে ব্লক অফিসে ভাঙচুর


উত্তর ২৪ পরগনা, ২০ জানুয়ারি (হি.স.): এসআইআর-এর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে ব্লক অফিসে ভাঙচুর চালাল জনতা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ ব্লক অফিসে। এ দিন সকালে হাটগাছি পঞ্চায়েতের ৫৩, ৫৭ নম্বর বুথের মানুষজন শুনানিতে এসেছিলেন।

এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের নামে হয়রানির অভিযোগে রাজ্যের একের পর এক প্রান্তে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। ফারাক্কা ও চাকুলিয়ার পর এবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ব্লক অফিসে ভাঙচুরের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, একদল দুষ্কৃতী ব্লক অফিসে ঢুকে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি তছনছ করে। আচমকা এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন অফিসের কর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীরা সাধারণ মানুষের নাম করে এই তাণ্ডব চালিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande