
দক্ষিণ ২৪ পরগনা, ২০ জানুয়ারি, (হি স): এসআইআর শুনানির নামে ‘হেনস্তার’ প্রতিবাদে পথে নেমেছে আমজনতা। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট, পোলবা এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। একের পর এক জ্বালানো হয় টায়ার। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পথে নামে পুলিশ। তাঁদের সামনেও চলে বিক্ষোভ।
এসআইআর শুনানির প্রতিবাদে উত্তপ্ত গোটা বাংলা। মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভে শামিল হয় ভোটদাতাদের একাংশ। চলছে পথ অবরোধ। রাস্তার উপর জ্বালানো হচ্ছে টায়ার। কারও অভিযোগ, সব নথি থাকা সত্ত্বেও ডাকা হচ্ছে। কেউ আবার অভিযোগ করছেন, মুসলিম হওয়ায় হেনস্তা হতে হচ্ছে!
গত অক্টোবরে রাজ্যে এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম পূরণ ও জমা দেওয়ার পর প্রকাশিত হয়েছে খসড়া তালিকা। এখন চলছে শুনানি পর্ব। নথিতে সামান্য অসংগতি থাকলেও ডাক পড়ছে শুনানিতে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত