শ্রীনগর-বারামুল্লা রাজ্যসড়কে আইইডি উদ্ধার, জঙ্গি হানার পরিকল্পনা বানচাল নিরাপত্তাবাহিনীর
শ্রীনগর, ২০ জানুয়ারি (হি.স.) : মঙ্গলবার শ্রীনগর-বারামুল্লা রাজ্যসড়কে আইইডি উদ্ধার করে বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা বানচাল করল নিরাপত্তাবাহিনী। এদিন সকালে বারামুল্লা জেলার পাত্তানি এলাকার তাকিয়া ট্যাপারে অঞ্চলে রাস্তার ধারে পুঁতে রাখা একটি আইইডির
শ্রীনগর-বারামুল্লা রাজ্যসড়কে আইইডি উদ্ধার, জঙ্গি হানার পরিকল্পনা বানচাল নিরাপত্তাবাহিনীর


শ্রীনগর, ২০ জানুয়ারি (হি.স.) : মঙ্গলবার শ্রীনগর-বারামুল্লা রাজ্যসড়কে আইইডি উদ্ধার করে বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা বানচাল করল নিরাপত্তাবাহিনী। এদিন সকালে বারামুল্লা জেলার পাত্তানি এলাকার তাকিয়া ট্যাপারে অঞ্চলে রাস্তার ধারে পুঁতে রাখা একটি আইইডির সন্ধান পায় নিরাপত্তাবাহিনীর টহলদারি দল।

নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, নিয়মিত টহলদারির সময় সন্দেহজনক বস্তু নজরে আসতেই এলাকাটি ঘিরে ফেলা হয়। এরপর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় এবং আইইডি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়।

প্রজাতন্ত্র দিবসের এক সপ্তাহ আগেই এই ঘটনা ঘটায় কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আশঙ্কা, প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি গোষ্ঠীগুলি বড়সড় হামলার চেষ্টা করতে পারে। সেই কারণে গুরুত্বপূর্ণ রাস্তা, জনবহুল এলাকা ও নিরাপত্তাবাহিনীর চলাচলের পথে নজরদারি বাড়ানো হয়েছে।

বর্তমানে পুরো এলাকা নিরাপত্তাবাহিনীর কড়া পাহারায় রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande