
কলকাতা, ২০ জানুয়ারি, (হি স): “পশ্চিমবঙ্গে তৃণমূলের গুন্ডারা ৭ নম্বর ফর্ম জমা দিতে আসা ব্যক্তিদের মারধর করছে (এবং তাদের পুলিশ নিশ্চুপ দাঁড়িয়ে আছে)। এই ফর্মটি কীসের জন্য?” মঙ্গলবার এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “সাধারণত যেসব পরিস্থিতিতে ফর্ম ৭ ব্যবহার করা হয় •একজন ভোটার মারা গেছেন •একজন ভোটার স্থায়ীভাবে অন্য নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন •এন্ট্রিটি ডুপ্লিকেট •ব্যক্তিটি সাধারণত নির্বাচনী এলাকার বাসিন্দা নন •বানান, বয়স, সম্পর্কের নাম ইত্যাদিতে ত্রুটি।
কিন্তু তৃণমূল কেন এই ফর্ম জমা দেওয়ার ব্যাপারে আপত্তি জানাবে? কারণ তারা চায় মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকায় থাকুক যাতে ভুয়া ভোটদানের জন্য ব্যবহার করা যায়!” এই বার্তা তথাগতবাবু যুক্ত করেছেন অমিত শাহ, নিতিন নবীন, সর্বভারতীয় বিজেপি, রাজ্য বিজেপি ও নির্বাচন কমিশনের এক্সবার্তার সংযোগের সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত