
নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ থেকে ৩১ মার্চ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। রাত্রপতি সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্যানটি সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত খোলা থাকবে।
রক্ষণাবেক্ষণের জন্য সোমবার এবং হোলি উপলক্ষে ৪ মার্চ বাগানটি বন্ধ থাকবে। অমৃত উদ্যানে সকল দর্শনার্থীর প্রবেশাধিকার বিনামূল্যে থাকবে। উদ্যানের ভেতরে দর্শনার্থীরা মোবাইল ফোন, ইলেকট্রনিক চাবি, পার্স, হ্যান্ডব্যাগ, জলের বোতল, শিশুর দুধের বোতল এবং ছাতা বহন করতে পারবেন। এই জিনিসপত্র ছাড়া অন্য কোনও জিনিসপত্র নিয়ে প্রবেশের অনুমতি থাকবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ