
নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলা। ভারত-বিরোধী স্লোগানের পর চলল ভাঙচুর! ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। কিন্তু কী কারণে এই হামলা চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।
ভারতবিরোধী শক্তি এই হামলায় ইন্ধন জুগিয়েছে বলে দাবি করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্রোয়েশিয়ার জাগ্রেবে আমাদের দূতাবাসে ভারতবিরোধীদের অনুপ্রবেশ এবং ভাঙচুরের ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি। ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক প্রাঙ্গণ অলঙ্ঘনীয় এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের তা সুরক্ষিত রাখার দায়িত্ব।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার আমরা নিন্দা জানাই। ভারত-বিরোধী শক্তি সেখানে ভাঙচুর চালিয়েছে। ইতিমধ্যেই ক্রোয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জোরালোভাবে বিষয়টি উত্থাপন করেছি। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে। তিনি আরও বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী, কূটনৈতিক ভবন ও প্রাঙ্গণ অলঙ্ঘনীয়। সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রের দায়িত্ব।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ