
গদগ, ২২ জানুয়ারি (হি.স.) : কর্ণাটকের গদগ তালুকের ঐতিহাসিক লাকুন্ডি গ্রামে চলমান সরকারি উদ্যোগে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে সপ্তম দিনে একাধিক গুরুত্বপূর্ণ নিদর্শন উদ্ধার হয়েছে। কোটে বীরভদ্রেশ্বর মন্দির চত্বরে খননকালে বিরল সবুজ রঙের উজ্জ্বল নাগশিলা, হাড়গোড়, প্রাচীন গুলি ও মাটির বাসনের অংশ মিলেছে।
বিশেষজ্ঞদের মতে, উদ্ধার হওয়া নাগশিলাটি অঞ্চলে সাধারণত পাওয়া কালো শিলার থেকে ভিন্ন এবং এর উৎপত্তিকাল নির্ধারণে গবেষণা শুরু হয়েছে। বর্তমানে ৮–৯ ফুট গভীর পর্যন্ত খনন চলছে এবং আরও প্রত্নসম্পদ উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ১০ জানুয়ারি একটি বাড়ির ভিত খননের সময় সোনার ভাণ্ডার উদ্ধারের পর থেকেই লাক্কুন্ডিতে প্রত্নতাত্ত্বিক কার্যক্রম জোরদার হয়েছে। খনন শুরুর পর এলাকায় জমির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং লাক্কুন্ডিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নতুন গতি পেয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য