
তিরুবনন্তপুরম, ২২ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কেরল সফরে যাবেন। এই সফরকালে তিনি তিরুবনন্তপুরমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং শিলান্যাস করবেন। তিনি এই অনুষ্ঠানে জনসভায় ভাষণও দেবেন। প্রকল্পগুলি রেল যোগাযোগ, নগর জীবিকা, বিজ্ঞান ও উদ্ভাবন, নাগরিক-কেন্দ্রিক পরিষেবা এবং উন্নত স্বাস্থ্যসেবা সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে, যা অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার প্রতি প্রধানমন্ত্রীর অব্যাহত মনোযোগকে প্রতিফলিত করে।
প্রধানমন্ত্রী মোদী চারটি নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন, যার মধ্যে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন এবং একটি যাত্রিবাহী ট্রেন অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে নাগেরকয়েল-ম্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, তিরুবনন্তপুরম-তাম্বারম অমৃত ভারত এক্সপ্রেস, তিরুবনন্তপুরম-চার্লাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস এবং ত্রিশূর এবং গুরুভায়ুরের মধ্যে একটি নতুন যাত্রিবাহী ট্রেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ