
মছলন্দপুর, ২৩ জানুয়ারি (হি. স.): সরস্বতী পুজো মানেই বাঙালির ঘরে ঘরে শিল্প আর সৃজনশীলতার মেলবন্ধন। তবে এবছর উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের সরস্বতী পুজো নজর কাড়ল এক অনন্য থিমের কারণে। কোনো দামি ডেকোরেশন নয়, বরং প্রতিদিনের ফেলে দেওয়া বাতিল সংবাদপত্র দিয়েই সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ ও স্কুল প্রাঙ্গণ।
বিদ্যালয়ের প্রধান তোরণ থেকে শুরু করে মূল মণ্ডপ— সর্বত্রই ফুটে উঠেছে খবরের কাগজের শৈল্পিক কাজ। পুরোনো সংবাদপত্রকে কাজে লাগিয়ে ছাত্রীরা ও শিক্ষিকারা মিলেমিশে তৈরি করেছেন অসাধারণ সব কাগজের ফুল, বাহারি নৌকা এবং বিভিন্ন ঘরোয়া শো-পিস। প্লাস্টিক বা থার্মোকলের ব্যবহার সম্পূর্ণ এড়িয়ে এই পরিবেশবান্ধব মণ্ডপ সজ্জা দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার সকাল থেকেই স্কুলে ছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিজেদের হাতের কাজে স্কুল সেজে ওঠায় পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল তুঙ্গে। বাসন্তী শাড়িতে সজ্জিত ছাত্রীরা নিজেদের তৈরি এই অনন্য শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে ছবি ও সেলফিতে মেতে ওঠে।
বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগ কেবল সৃজনশীলতার বিকাশ নয়, বরং বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষার এক বলিষ্ঠ বার্তাও পৌঁছে দিয়েছে সমাজের কাছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত