জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো ও প্রাক্তনী-পড়ুয়াদের মিলনমেলা
কলকাতা, ২৩ জানুয়ারি (হি. স.): উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে অবস্থিত ৭২ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নোপানি হাইস্কুলে ভক্তি ও উৎসবের আবহে উদযাপিত হল সরস্বতীর আরাধনা। এই উপলক্ষ্যে শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলা
জোড়াসাঁকো'তে নোপানি হাইস্কুলের ৭২ বছরের পুজো


কলকাতা, ২৩ জানুয়ারি (হি. স.): উত্তর কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে অবস্থিত ৭২ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নোপানি হাইস্কুলে ভক্তি ও উৎসবের আবহে উদযাপিত হল সরস্বতীর আরাধনা। এই উপলক্ষ্যে শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এককথায় জমজমাট।

​বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে এদিন বিদ্যালয় চত্বরে এক আন্তরিক ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের সূচনায় বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা বন্দনার মাধ্যমে দেবী আরাধনা করে। এরপর নৃত্য, সংগীত ও আবৃত্তি সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তারা। শিশুদের স্বতঃস্ফূর্ত পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।

​এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের প্রাক্তনীদের উপস্থিতি। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত বহু প্রাক্তনী এই উৎসবে শামিল হয়ে বর্তমান প্রজন্মের পড়ুয়াদের উৎসাহিত করেন। ফলে স্কুল প্রাঙ্গণ এক আবেগঘন মিলনমেলায় পরিণত হয়। বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এ বছর দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ কৃতি পড়ুয়াদের সম্মান জানানো হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিব্যেন্দু সেনশর্মা জানান, “আমাদের উদ্দেশ্য শুধুমাত্র প্রথাগত পুজো উদযাপন নয়। ছাত্রছাত্রীরা যাতে সঠিক পথে পরিচালিত হয় এবং আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে মা সরস্বতীর আরাধনার মাধ্যমেই তাদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।”

​বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সরস্বতী পুজোর মতো অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি মানবিক বিকাশের পথ প্রশস্ত হয়। সব মিলিয়ে, নোপানি হাইস্কুলের এই আয়োজন শিক্ষা, সংস্কৃতি ও আদর্শ গঠনের এক অনন্য নিদর্শন হয়ে রইল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande