
বর্ধমান, ২৬ জানুয়ারি (হি. স.) : সোমবার সন্ধ্যায় বর্ধমানের জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভারতীয় সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম মানস মণ্ডল। তিনি বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত তিউড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বর্তমানে তিনি লাদাখে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
জানা গিয়েছে, প্রায় দেড় মাসের ছুটি কাটিয়ে এদিনই তিনি লাদাখে নিজের ইউনিটে ফেরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে তিনি কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন, সেখান থেকেই তাঁর লাদাখে যাওয়ার কথা ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বর্ধমানের জাতীয় সড়কে তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মানস মণ্ডল গুরুতর জখম হলে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এবং তাঁরা বর্তমানে সুরক্ষিত রয়েছেন।
এই দুঃসংবাদটি পৌঁছানো মাত্রই তিউড়া গ্রামসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তব্যরত অবস্থায় ফেরার পথে এমন অকাল মৃত্যুতে মর্মাহত এলাকাবাসী। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি