৭৭ তম সাধারণতন্ত্র দিবস পালিত কাশীপুরের গান আ্যন্ড শেল ফ্যাক্টরিতে
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে কাশীপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। সোমবার সকালে কারখানা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গান অ্যান্ড শেল ফ্যাক্টরির মুখ্য মহাপ্রবন্ধক শ্রী সুবীর ক
কাশীপুরের গান আ্যন্ড শেল ফ্যাক্টরিতে পালিত


যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে কাশীপুরের গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। সোমবার সকালে কারখানা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গান অ্যান্ড শেল ফ্যাক্টরির মুখ্য মহাপ্রবন্ধক শ্রী সুবীর কুমার সাহা (আইওএফসি)। পতাকা উত্তোলনের আগে ডিফেন্স সিকিউরিটি কর্পস (ডিএসসি) সদস্য ও নিরাপত্তা রক্ষীদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠানটিতে এক বিশেষ মাত্রা যোগ করে।

​এদিনের অনুষ্ঠানে উল্লেখযোগ্য কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন কর্মচারীকে ঘড়ি ও নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়েছে। পাশাপাশি, সবচেয়ে পরিচ্ছন্ন বিভাগকে 'চিফ জেনারেল ম্যানেজার চ্যালেঞ্জ শিল্ড' প্রদান করা হয়। কর্তৃপক্ষের মতে, এই সম্মান কর্মীদের মধ্যে কাজের উৎসাহ ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলবে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্য মহাপ্রবন্ধক দেশমাতৃকার তরে আত্মবলিদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা রক্ষায় এই কারখানার তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে সকল বিভাগের কর্মীদের কর্মনিষ্ঠা ও দলগত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

​সমগ্র অনুষ্ঠানটি গান অ্যান্ড শেল ফ্যাক্টরির জাতীয় মূল্যবোধের প্রতি অঙ্গীকার এবং গুণগত মান বজায় রাখার দৃঢ় সংকল্পকে পুনরায় প্রতিফলিত করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande