
কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.) চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা মেনে সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে সোমবার কলকাতার লোকভবনে চা-চক্রের আয়োজন করা হয়। চা-চক্রের আয়োজন করেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এছাড়াও রাজ্য বিজেপির সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ