নাজিরাবাদ অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৮, এখনও নিখোঁজ ২০ জন; ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছে দমকল
কলকাতা, ২৬ জানুয়ারি (হি. স.) : নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদের থার্মোকল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আরও বেশ কয়েকজনের দগ্ধ দেহ উদ্ধারের পর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে
নাজিরাবাদ অগ্নিকাণ্ডের ঘটনায় ভয়াবহ আগুন


কলকাতা, ২৬ জানুয়ারি (হি. স.) : নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদের থার্মোকল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সোমবার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আরও বেশ কয়েকজনের দগ্ধ দেহ উদ্ধারের পর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮। এখনও অন্তত ২০ জন নিখোঁজ বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধানে এলাকায় তাঁদের আত্মীয়-পরিজনের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

​দমকলের ১২টি ইঞ্জিন একযোগে কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ধ্বংসস্তূপের নিচে পকেটে পকেটে এখনও আগুন জ্বলছে। থার্মোকল ও অন্যান্য দাহ্য পদার্থের সাথে মজুদ থাকা খাদ্যসামগ্রী পুড়ে যাওয়ায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীদের আশঙ্কা, দিনের আলো কমে আসায় এবং রাতে লোডশেডিং হলে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে। কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

​প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই গোডাউনে একটি ডেকোরেটর সংস্থার কর্মীরা থাকতেন। সেখানেই রাতে রান্নাবান্না ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল। ধারণা করা হচ্ছে, রাতে ঘুমানোর সময় কোনোভাবে আগুন লাগায় কর্মীরা বেরোতে পারেননি। তবে আগুনের সঠিক উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ও দমকল বাহিনী। ২০ জনের নিখোঁজ ডায়েরি নথিভুক্ত হওয়ার পর আশঙ্কা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande