
তুুমকুরু (কর্ণাটক), ২৬ জানুয়ারি ( হি. স.) : সোমবার সকালে কর্ণাটকের তুমকুরু জেলার ৪৮ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে। দ্রুত গতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আরও একজন গুরুতর জখম হয়েছেন এবং তিনজনের আঘাত তুলনামূলকভাবে কম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা অনিকেত (৪২) ও অভীর (৪৪) এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সানমুক্তি (৩৫)। তাঁরা তিনজনেই বেঙ্গালুরুর বিভিন্ন সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা সকলে মিলে বেঙ্গালুরু থেকে গোকর্ণ, মুরুদেশ্বর এবং উডুপি ভ্রমণে গিয়েছিলেন। সোমবার সকালে বেঙ্গালুরু ফেরার পথে নেলহাল গ্রামের কাছে তাঁদের মারুতি আরটিগা গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশি তদন্তে জানা গিয়েছে, রাস্তা চড়াই হওয়ার কারণে মালবোঝাই একটি ট্রাক ধীরগতিতে চলছিল। সেই সময় বেপরোয়া গতিতে আসা পর্যটকদের গাড়িটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, গাড়িটি দুমড়ে মুচড়ে ট্রাকের তলায় ঢুকে যায়। পরবর্তীকালে ক্রেনের সাহায্যে ধ্বংসস্তূপ সরিয়ে গাড়িতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করা হয়। গাড়ির চালক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে তুমকুরুর পুলিশ সুপার (এসপি) অশোক কে.ভি এবং কোরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি