
কলকাতা, ২৬ জানুয়ারি (হি. স.) : একই ছাদের তলায় চার ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে রাজারহাটে পথচলা শুরু করল সমন্বিত (ইনটিগ্রেটেড) চিকিৎসা প্রতিষ্ঠান ‘দাস ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ’ (ডিমস)। রবিবার উত্তর ২৪ পরগনার সলুয়া বাজার সংলগ্ন এলাকায় এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এখানে একই সঙ্গে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ ও যোগা—এই চার পদ্ধতির চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপর্ণাজী মহারাজ, কমলাজী মহারাজ, মুহাম্মদ হান্নান, আইনজীবী লক্ষ্মী গুপ্ত ও সমরেশ মহারাজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে যোগ দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. অশোক কুমার দাস, ডা. অভীক কুমার দাস, শৌভিক কুমার দাস ও অর্চনা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির প্রাক্তন অধিকর্তা (ডিরেক্টর) অধ্যাপক ডা. সুভাষ সিং এবং স্থানীয় কাউন্সিলর নলিনী ব্যানার্জি।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ডা. অশোক কুমার দাস বলেন, রোগীকে দ্রুত সুস্থ করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সমন্বয় ঘটিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তিনি আরও জানান, এখানে আউটডোর ও ইনডোর পরিষেবার পাশাপাশি থাকছে অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও। আমন্ত্রিত অতিথিরা রাজারহাট ও পার্শ্ববর্তী এলাকার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এই প্রতিষ্ঠানের গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত