কংগ্রেসের জন্য পরিবারতান্ত্রিক শাসন গণতন্ত্র ও সংবিধানের ঊর্ধ্বে : শেহজাদ পুনাওয়ালা
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের জন্য পরিবারতান্ত্রিক শাসন গণতন্ত্র ও সংবিধানের ঊর্ধ্বে, কটাক্ষ করে বললেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সোমবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি
শেহজাদ পুনাওয়ালা


নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): কংগ্রেসের জন্য পরিবারতান্ত্রিক শাসন গণতন্ত্র ও সংবিধানের ঊর্ধ্বে, কটাক্ষ করে বললেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। সোমবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের তৃতীয় সারিতে বসা প্রসঙ্গে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেছেন, কংগ্রেস দল এবং রাহুল গান্ধীর 'বিশেষাধিকারের মনোভাব' দেখুন। তাদের কাছে পরিবারতান্ত্রিক শাসন গণতন্ত্র ও সংবিধানের ঊর্ধ্বে। তারা মনে করে দেশটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। তারা মনে করে দেশের চেয়ে তাদের ভিভিআইপি মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসন বিন্যাস রাষ্ট্রপতির সচিবালয় দ্বারা নির্ধারিত হয়। ওই ছবিতে আপনারা দেখতে পাবেন যে আমাদের সিনিয়র কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও রাহুল গান্ধীর পেছনে বসে আছেন, কিন্তু তিনি কোনও অভিযোগ করেননি, কারণ তার কাছে দেশের চেয়ে তার ভিভিআইপি মর্যাদা বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু রাহুল গান্ধী মনে করেন তার প্রথম সারিতে বসা উচিত। জনগণই এর সিদ্ধান্ত নেবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande