
শিলিগুড়ি, ২৮ জানুয়ারি (হি. স.): চিকিৎসকদের প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র সংক্রান্ত গাফিলতির অভিযোগে বুধবার উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি জেলা হাসপাতাল। এদিন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের কর্মী-সমর্থকরা হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের লেখা বহু প্রেসক্রিপশন এতটাই অস্পষ্ট ও দুর্বোধ্য যে ওষুধের দোকান থেকে সঠিক ওষুধ পেতে রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। এর ফলে সঠিক চিকিৎসা পেতে যেমন বিলম্ব হচ্ছে, তেমনই রোগী ও তাঁদের পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছে।বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এই সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা করাতে এসে বহু ক্ষেত্রে রোগী ও তাঁদের পরিজনদের অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও কর্মীর ব্যবহার চিকিৎসানীতির পরিপন্থী এবং রোগীদের মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। একাধিকবার একই ধরনের অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।সংগঠনের নেতাদের বক্তব্য, সরকারি হাসপাতালে কেবল চিকিৎসা পরিষেবাই নয়, রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করাও কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই চিত্র দেখা যাচ্ছে না বলেই তাঁদের অভিযোগ। অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।এ প্রসঙ্গে হাসপাতাল সুপার চন্দন ঘোষ জানান, এই ধরনের কোনও লিখিত অভিযোগ এখনও তাঁর কাছে আসেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়