
শিলিগুড়ি, ২৮ জানুয়ারি (হি. স.): আশা কর্মীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের ওপর পুলিশের দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বুধবার শিলিগুড়িতে একটি নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল। কনভেনশনের আয়োজকদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে আশা কর্মীরা দীর্ঘদিন ধরে চরম আর্থিক বঞ্চনা ও অনিশ্চিত কর্মপরিবেশের মধ্য দিয়ে কাজ করে চলেছেন।কনভেনশনে জানানো হয়, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যে প্রায় ৮০ হাজার আশা কর্মী কর্মরত থাকলেও তাঁদের মাসিক ভাতা অত্যন্ত নগণ্য। পাশাপাশি 'ইনসেনটিভ' বা উৎসাহভাতা প্রদানের ক্ষেত্রেও দীর্ঘদিনের অনিয়ম রয়েছে। বক্তারা জানান, আশা কর্মীদের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হলো— ন্যূনতম মাসিক ১৫ হাজার টাকা ভাতা, বকেয়া সমস্ত ইনসেনটিভ এককালীন পরিশোধ, প্রতি মাসে নিয়মিত উৎসাহভাতা প্রদান এবং ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।এদিন কনভেনশনে সম্প্রতি স্বাস্থ্য ভবন অভিযানের সময় আন্দোলনকারী আশা কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হয়রানির তীব্র নিন্দা জানানো হয়। আয়োজকদের বক্তব্য, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর এই ধরনের পুলিশি পদক্ষেপ সম্পূর্ণ অনভিপ্রেত এবং তা মানবাধিকারের পরিপন্থী।বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, আশা কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য দাবি দ্রুত মানা না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একইসঙ্গে কনভেনশন থেকে রাজ্য সরকার ও প্রশাসনকে অবিলম্বে সমস্যা সমাধানে আলোচনার টেবিলে বসার আহ্বান জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়