তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন, ২ ফেব্রুয়ারি দিল্লিতে তলব
কলকাতা, ২৮ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেসকে সময় দিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৪টেয় দিল্লিতে কমিশনের সদর দফতরে তৃণমূল প্রতিনিধিদে
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৮ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনার জন্য তৃণমূল কংগ্রেসকে সময় দিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) বিকেল ৪টেয় দিল্লিতে কমিশনের সদর দফতরে তৃণমূল প্রতিনিধিদের উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কলকাতার নবান্ন সূত্রের খবর অনুযায়ী, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন। তাঁর সাথে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক সাংসদ। এছাড়া, এসআইআর প্রক্রিয়ায় কথিত সমস্যার কারণে ‘মৃত’ বলে ঘোষিত ব্যক্তিদের পরিবারের কিছু সদস্যও তৃণমূলের এই প্রতিনিধি দলে সামিল হতে পারেন।

রাজ্যে এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল। বুধবার দুপুরে তিনি হুগলি জেলার সিঙ্গুরে জনসভা করেন এবং এরপরই তাঁর রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার পরিকল্পনা ছিল।

তবে, বুধবার সকালে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেন এবং নিজের দিল্লি সফর স্থগিত করে দেন। নবান্নের পক্ষ থেকে এই বিষয়ে আধিকারিক তথ্য দেওয়া হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনারও উল্লেখ করেন। সিঙ্গুরের জনসভা থেকেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, আগামী দু-একদিনের মধ্যেই তিনি দিল্লি যাবেন। এরপরই সন্ধ্যায় নির্বাচন কমিশনের তরফে তৃণমূল কংগ্রেসকে সময় দেওয়া হয়।

নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে যে, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ ১৫ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন সদনে প্রবেশ করতে পারবে। কমিশনের আধিকারিকদের সঙ্গে এসআইআর নিয়ে বিস্তারিত বৈঠক অনুষ্ঠিত হবে।

তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, জীবিত হওয়া সত্ত্বেও কমিশনের খাতায় যাঁদের ‘মৃত’ দেখানো হয়েছে, তাঁদের মধ্যে থেকেও কয়েকজনকে এই প্রতিনিধি দলে রাখা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সময়কালে অনেকের মৃত্যু হয়েছে, যাঁদের পরিজনদের দাবি— এই মৃত্যুর কারণ এসআইআর সংক্রান্ত মানসিক চাপ। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই ইস্যুতে সরব হয়েছে। দলের অভিযোগ, নির্বাচনের আগে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি এই প্রক্রিয়া কার্যকর করা হয়েছে।

এই প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় মিছিলে পা মিলিয়েছিলেন। দলের দাবি, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে এবং এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তৃণমূল কংগ্রেস এই পুরো ঘটনায় কেন্দ্রের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশের অভিযোগ তুলেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে একাধিকবার চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছিলেন, কিন্তু সূত্রের খবর অনুযায়ী কোনো চিঠির উত্তর মেলেনি। এরপরই মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে সরাসরি কমিশনের সঙ্গে দেখা করার হুঁশিয়ারি দিয়েছিলেন। অন্যদিকে, রাজ্যের বিভিন্ন প্রান্তের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় ‘মৃত’ বলে নথিভুক্ত জীবিত ব্যক্তিদের মঞ্চে এনে এই প্রক্রিয়ার ত্রুটিগুলি জনসমক্ষে তুলে ধরছেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande