
আমবাসা (ত্রিপুরা), ২৮ জানুয়ারি (হি.স.) : ধলাই জেলা হাসপাতালে তিন মাসের এক শিশুর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত শিশুটির নাম সালাও মগ। তার বাড়ি ধলাই জেলার বাগমারা বলরাম দাসপাড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে শিশুটি স্বাভাবিকভাবেই ঘুমিয়েছিল। কিন্তু বুধবার সকালে ঘুম থেকে উঠেও কোনও সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর সকাল প্রায় দশটা নাগাদ শিশুটিকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।
অভিযোগ, হাসপাতালে আনার পর দীর্ঘ সময় ধরে কোনও চিকিৎসক শিশুটিকে চিকিৎসা পরিষেবা দেননি। প্রায় দুপুর পৌনে বারোটা নাগাদ একজন চিকিৎসক এসে শিশুটিকে একটি ইনজেকশন পুশ করেন। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
এই ঘটনায় শিশুটির পিতা ও পরিবারের সদস্যরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে ধরেছেন। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন তারা। পাশাপাশি, এই মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ