সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ২৬ মাওবাদীর
রায়পুর, ৭ জানুয়ারি (হি.স.): অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিল ২৬ জন মাওবাদী। বুধবার ছত্তিশগড়ের সুকমা জেলায় ২৬ জন নকশাল একসঙ্গে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ১৩ জনের সমষ্টিগত মাথার দাম ছিল ৬৫ লক্ষ টাকা। পুলিশ সুপার কিরণ চবনের মতে, প
সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত, ছত্তিশগড়ে আত্মসমর্পণ ২৬ মাওবাদীর


রায়পুর, ৭ জানুয়ারি (হি.স.): অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিল ২৬ জন মাওবাদী। বুধবার ছত্তিশগড়ের সুকমা জেলায় ২৬ জন নকশাল একসঙ্গে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ১৩ জনের সমষ্টিগত মাথার দাম ছিল ৬৫ লক্ষ টাকা। পুলিশ সুপার কিরণ চবনের মতে, পুনা মার্গেম পুনর্বাসন উদ্যোগের অধীনে ৭ জন মহিলা সহ ক্যাডাররা ঊর্ধ্বতন পুলিশ এবং সিআরপিএফ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেছে। চবন আরও জানান, তারা পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ) ব্যাটালিয়ন, সাউথ বাস্তার ডিভিশন, মাড ডিভিশন এবং অন্ধ্র ওড়িশা সীমান্ত ডিভিশনে মাওবাদীদের সক্রিয় ছিলেন এবং ছত্তিশগড়ের আবুঝামাদ, সুকমা এবং ওড়িশার সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি হিংসার ঘটনায় জড়িত ছিল। মাওবাদীরা জানিয়েছে, তারা রাজ্য সরকারের আত্মসমর্পণ এবং পুনর্বাসন নীতিতে মুগ্ধ। আত্মসমর্পণকারী সমস্ত মাওবাদীকে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং সরকারের নীতি অনুসারে তাদের আরও পুনর্বাসন করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande