শতাধিক দুঃস্থকে শীতবস্ত্র বিতরণ পাথরপ্রতিমায়
পাথরপ্রতিমা, ৭ জানুয়ারি (হি. স.) : আমেরিকার স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় ও সাউথ সুন্দরবন জনকল্যাণ সঙ্ঘের যৌথ উদ্যোগে বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দূর্বাচটি পঞ্চায়েতের অধীনে দূর্বাচটি গ্রামের মাঠে ১০৬ জন দুঃস্
শতাধিক দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ পাথরপ্রতিমায়


পাথরপ্রতিমা, ৭ জানুয়ারি (হি. স.) : আমেরিকার স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সহযোগিতায় ও সাউথ সুন্দরবন জনকল্যাণ সঙ্ঘের যৌথ উদ্যোগে বুধবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দূর্বাচটি পঞ্চায়েতের অধীনে দূর্বাচটি গ্রামের মাঠে ১০৬ জন দুঃস্থ পুরুষ ও মহিলার হাতে কম্বল তুুুলে দেওয়া হয়েছে। শতাধিকের হাতে শীতবস্ত্র বিতরণ করে খুশি উদ্যোক্তারা।মকর সংক্রান্তি এগিয়ে আসতেই শীতের কামড়ে জবুথুবু উপকূল অঞ্চলের বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগণা জেলার বিস্তীর্ণ এলাকা তথা উপকূল বরাবর একাধিক অঞ্চলে কুয়াশা ঘেরা পরিস্থিতি। সকালের দিকে ও সন্ধের পর থেকে একরকম ছবি, হেরফের হচ্ছে না।

এর মধ্যেই ব্যতিক্রম হল সূর্যোদয়। যতক্ষণ আলো ততক্ষণ ভালো। এদিকে, সূর্যাস্তের পর আঁধার নামছে। অন্যদিকে, সকালে কাছাকাছি কাউকে দেখা যাচ্ছে না। সব মিলিয়ে, সূর্য উঠতে বেলা হতেই এরপর কাজে নামছে মানুষ। প্রসঙ্গত, মুসলিম রেসপন্স নামে বিদেশী স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি দক্ষিণ সুন্দরবনের এক সরকারি সংস্থার কর্মকর্তারা এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande