
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের সহযোগিতায় কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য আমন কুমার ওরফে আমন ভৈনসওয়ালকেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে এনেছে। দেশে পৌঁছনোর পর দিল্লি বিমানবন্দরে তাকে হরিয়ানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার সিবিআই সূত্রে জানা গেছে, আমন হত্যা, দাঙ্গা ও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক গুরুতর মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আগে ভারতে গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে সে আদালতের মুখোমুখি না হয়ে বিদেশে পালিয়ে যায়।
হরিয়ানা পুলিশের অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিস জারি করা হয়। এরপর তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে চিহ্নিত করে আইনি প্রক্রিয়ায় ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়।
সিবিআই জানিয়েছে, ইন্টারপোলের সহায়তায় গত কয়েক বছরে ১৫০-রও বেশি পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য