দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন দুষ্যন্ত কুমার, এএপি ও কংগ্রেসকে করলো সতর্ক
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): দিল্লি হাইকোর্ট বুধবার বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতমকে অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদান করেছে। একইসঙ্গে আদালত বলেছে, মানহানির একটি প্রাথমিক মামলা প্রমাণিত হয়েছে, অভিযোগগুলো প্রচারিত হতে থাকলে তা অপূরণীয় ক্ষতির কারণ
দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন দুষ্যন্ত কুমার, এএপি ও কংগ্রেসকে করলো সতর্ক


নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): দিল্লি হাইকোর্ট বুধবার বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতমকে অন্তর্বর্তীকালীন স্বস্তি প্রদান করেছে। একইসঙ্গে আদালত বলেছে, মানহানির একটি প্রাথমিক মামলা প্রমাণিত হয়েছে, অভিযোগগুলো প্রচারিত হতে থাকলে তা অপূরণীয় ক্ষতির কারণ হবে।

আদালত এদিন কংগ্রেস, আম আদমি পার্টি এবং বেশ কয়েকজন ব্যক্তি সহ বিবাদীদের অঙ্কিতা ভান্ডারি মামলায় গৌতমকে ‘ভিআইপি’ হিসেবে অভিযুক্ত করে কোনও বিষয়বস্তু প্রকাশ বা প্রচার করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে এবং সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মগুলো থেকে বিতর্কিত পোস্ট ও ভিডিওগুলো অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। বিজেপি নেতা দুষ্যন্ত কুমার গৌতম বলেন, বিচার বিভাগের ওপর আমার আস্থা আছে, আমরা আদালতে আমাদের আপিল দায়ের করেছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, অঙ্কিতা ভান্ডারী মামলায় সাড়ে তিন বছর পরেও কংগ্রেস এবং আম আদমি পার্টি বারবার তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমার নাম ব্যবহার করছে। আমাদের পঞ্চাশ বছরের রাজনৈতিক ও সামাজিক জীবনে আমরা ধারাবাহিকভাবে আমাদের নৈতিক মূল্যবোধ বজায় রেখেছি, দলের শৃঙ্খলা ও নির্দেশনার মধ্যে থেকে নিষ্ঠা ও সেবার সঙ্গে কাজ করেছি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande