ভারতে তুঘলকি মানসিকতার স্থান নেই : এম সিং সিরসা
নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ভারতে তুঘলক মানসিকতার স্থান নেই, স্পষ্টভাবেই জানিয়ে দিলেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। দিল্লির জেএনইউ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটন
সিরসা


নয়াদিল্লি, ৭ জানুয়ারি (হি.স.): ভারতে তুঘলক মানসিকতার স্থান নেই, স্পষ্টভাবেই জানিয়ে দিলেন দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। দিল্লির জেএনইউ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনা প্রসঙ্গে দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বুধবার বলেছেন, এই বিষয়ে একটি মামলা দায়ের করা উচিত। এই 'তুঘলকি' মানসিকতা এই দেশে থাকতে পারে না। সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে স্লোগানদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এএপি-র সমালোচনা প্রসঙ্গে সিরসা আরও বলেন, আমি আজ আবারও এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আশা করি, বিধানসভার স্পিকার আজ অবশ্যই বিষয়টি সামলে নেবেন। আমরা অবশ্যই এর নিন্দা জানিয়ে একটি প্রস্তাব আনব, কিন্তু আমি অবাক হচ্ছি যে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে একটি শব্দও উচ্চারণ করা হয়নি। গুরু তেগ বাহাদুর শুধু একটি ধর্মের সঙ্গে সম্পর্কিত নন। তাঁর মহান আত্মত্যাগ ছিল ভারতের মানুষের ধর্মবিশ্বাসকে রক্ষা করার জন্য। এমন পরিস্থিতিতে, ভাবুন তো, বিরোধী দলের নেত্রী বলছেন যে তিনি এই বিষয়ে কথা বলতে চান না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande