
বেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.) : বুধবার বেঙ্গালুরুতে এসএম কৃষ্ণা স্টেডিয়ামে বেঙ্গালুরু ওপেন এটিপি চ্যালেঞ্জার ১২৫-এর দ্বিতীয় রাউন্ডে , ভারতের নম্বর ১ সুমিত নাগাল সাতটি ম্যাচ পয়েন্ট উড়িয়ে দিয়ে ফরাসি হ্যারল্ড মায়োটের কাছে ৭-৬(২), ১-৬, ৭-৬(১১) হেরে যান।
৩ ঘন্টা ৯ মিনিটের স্লগফেস্টে, টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই মায়োট তার নিজের চারটি ম্যাচ-পয়েন্ট ছেড়ে দেন - নির্ণায়ক সেটের ১২তম খেলায় দুটি এবং টাই-ব্রেকে আরও দুটি।
কিন্তু বিশ্বের ১৬৭ নম্বর খেলোয়াড় নাগাল এবং দক্ষিণেশ্বর সুরেশের মধ্যে বহুল প্রতীক্ষিত সর্বভারতীয় কোয়ার্টার ফাইনালকে ব্যর্থ করে অ্যাড-কোর্টে এক টেক্কা মেরে তা নিশ্চিত করেন।
এই পরাজয় নাগালকে হতাশ করবে। শেষ টাই-ব্রেকে তিনি ৬-২ গোলে এগিয়ে ছিলেন, এবং ভুল সিদ্ধান্তের কারণে চারটি সুযোগের মধ্যে একটি হারান।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি