শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান
ডাম্বুলা, ৮ জানুয়ারি (হি.স.) : সলমন মির্জা ও আবরার আহমেদের দারুণ বোলিংয়ের পর সাহিবজাদা ফারহানের ঝোড়ো ফিফটিতে অনায়াসে জিতল পাকিস্তান। ডাম্বুলায় বুধবার দুই বল বাকি থাকতে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১২৮ রানে। সেই রান পাকিস্তান পেরিয়ে যায় ২০ বল হাতে রেখে।
শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান


ডাম্বুলা, ৮ জানুয়ারি (হি.স.) : সলমন মির্জা ও আবরার আহমেদের দারুণ বোলিংয়ের পর সাহিবজাদা ফারহানের ঝোড়ো ফিফটিতে অনায়াসে জিতল পাকিস্তান।

ডাম্বুলায় বুধবার দুই বল বাকি থাকতে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১২৮ রানে। সেই রান পাকিস্তান পেরিয়ে যায় ২০ বল হাতে রেখে।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের জয় পেল

৬ উইকেটে। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেল ১-০ তে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৯.২ ওভারে ১২৮ (আসালাঙ্কা ১৮, লিয়ানাগে ৪০, হাসারাঙ্গা ১৮, সলমন মির্জা

১৮-৩, ওয়াসিম আবরার ২৫-৩)

পাকিস্তান: ১৬.৪ ওভারে ১২৯/৪ (সাহিবজাদা ৫১, সাইম ২৪, থিকশানা ৩১-১, চামিরা ৩৪-১, হাসারাঙ্গা ১৭-১, ধানাঞ্জায়া ৪-১)

ম্যান অব দা ম্যাচ: শাদাব খান।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande